ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

কারিগরিতে ২০৩০ সালে টার্গেট ৩০ শতাংশ শিক্ষার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, জুন ২১, ২০১৬
কারিগরিতে ২০৩০ সালে টার্গেট ৩০ শতাংশ শিক্ষার্থী

ঢাকা: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দিয়ে সরকার ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে এনরোলমেন্ট ১৩ শতাংশ।

শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন মঙ্গলবার (২১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের সভাকক্ষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক ১৫ দিনব্যাপী মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
কারিগরি শিক্ষার গ্রহণযোগ্যতা বাড়ছে জানিয়ে শিক্ষাসচিব বলেন, আগে এ শিক্ষাকে হেলাফেলা করা হতো। প্রধানমন্ত্রীর ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে মূল ভূমিকা পালন করবে কারিগরি শিক্ষা। সরকার তাই কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে এর অবকাঠামো, এনরোলমেন্ট, কারিকুলাম প্রশিক্ষণসহ সবই ঢেলে সাজাচ্ছে।
 
তিনি বলেন, বিএ বা এমএ পাস করে হাজার হাজার শিক্ষার্থী বেকার থাকলেও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে কেউ বেকার থাকে না।
 
সিঙ্গাপুরের টেমাসেক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আইটিই এডুকেশন সার্ভিস গত দু’বছরে বাংলাদেশের ৯০ জন কারিগরি শিক্ষককে উচ্চতর দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।
 
একই প্রশিক্ষণে দেশের ৩৬০ জন শিক্ষক প্রশিক্ষিত হয়েছেন। এছাড়া সিঙ্গাপুরস্থ নানইয়াং পলিটেকনিক থেকে ইতোমধ্যে ৪২০ জন শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন এবং আরও ১ হাজার ১৫০ জনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
 
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)- এর প্রকল্প পরিচালক মো. ইমরান, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালীসহ প্রকল্প কর্মকর্তারা বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।