ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

২ জুলাই থেকে ইবিতে ঈদুল ফিতরের ছুটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, জুন ২৯, ২০১৬
২ জুলাই থেকে ইবিতে ঈদুল ফিতরের ছুটি

ইবি: পবিত্র শব-ই ক্বদর ও ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসসমূহ ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ছুটি অনুযায়ী শনিবার (২ জুলাই) থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত অফিস বন্ধ থাকবে।

ছুটি শেষে শনিবার (১৬ জুলাই) থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অফিস কার্যক্রম চলবে।

এছাড়া রোববার (১৭ জুলাই) সকাল ১০টায় আবাসিক হল খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে আবাসিক হল ও ক্লাস পরীক্ষা বন্ধ হয়েছে গত ৩ জুন। ওই দিন গ্রীষ্মকালীন, রমজান, ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে সকাল ৯টায় সব আবাসিক হল বন্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে এ ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগসহ দুই একটি বিভাগ পরীক্ষা নিয়েছে বলেও জানা গেছে।

ছুটি শেষে আগামী ১৭ জুলাই সকাল ১০টায় আবাসিক হল খুলে দেওয়া হবে ও সোমবার (১৮ জুলাই) থেকে যথা নিয়মে ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।