ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কমলনগরের শ্রেষ্ঠ তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
কমলনগরের শ্রেষ্ঠ তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়। এছাড়াও এ বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) দুপুরে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ জুন) এক অনুষ্ঠানে সনদপত্র ও নগদ অর্থ পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৬ উপলক্ষে ২৫ ক্যাটাগরিতে উপজেলার ৩৭টি শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে ঐতিহ্যবাহী তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এ গৌরব অর্জন করে। বিদ্যালয়ে সাড়ে ১৩শ ছাত্রছাত্রী অধ্যয়নরত। মানসম্মত লেখাপড়া, সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষা-প্রযুক্তিতে সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা,  জুলাই ০১, ২০১৬

পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।