ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একাদশ শ্রেণিতে ১৩ জুলাই থেকে ভর্তি উন্মুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
একাদশ শ্রেণিতে ১৩ জুলাই থেকে ভর্তি উন্মুক্ত

ঢাকা: একাদশ শ্রেণিতে মেধা তালিকা ও অপেক্ষমাণ তালিকা থেকে বিলম্ব ফি’সহ ভর্তি ও নিশ্চায়ন চলবে মঙ্গলবার (১২ জুলাই) পর্যন্ত। ১৩ জুলাই (বুধবার) থেকে উন্মুক্তভাবে ভর্তি করানো হবে।

 

আন্তঃশিক্ষা বোর্ডকে উদ্ধৃত করে সোমবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকা, প্রথম-দ্বিতীয় ও তৃতীয় অপেক্ষমাণ তালিকা (১০ জুলাই প্রকাশিত, অনলাইন/এসএমএস’এ সব আবেদনকারী) থেকে বিলম্ব ফিসহ ভর্তি ও নিশ্চায়ন (মেধাক্রম অনুসারে) ১২ জুলাই পর্যন্ত চলবে।

১৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত কলেজে আসন খালি থাকা সাপেক্ষে কলেজ কর্তৃক পূর্ব নির্ধারিত সর্বনিম্ন জিপিএ’র ভিত্তিতে উন্মুক্তভাবে ম্যানুয়াল পদ্ধতিতে বিলম্ব ফিসহ ভর্তি চলবে।

পূর্ব নির্ধারিত সর্বনিম্ন জিপিএ’র নিচে কোনো শিক্ষার্থীকে ভর্তি করানো হলে তার রেজিস্ট্রেশন করা হবে না।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।