ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ঈদের ছুটির পর রাবি খুলছে মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, জুলাই ১১, ২০১৬
ঈদের ছুটির পর রাবি খুলছে মঙ্গলবার

রাজশাহী: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে টানা ১৫ দিনের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে মঙ্গলবার (১২ জুলাই)। গত ২৭ জুন থেকে ঈদের ছুটি শুরু হয়েছিলো।

সোমবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত রোজা ও ঈদ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও ছুটিতে থাকায় ৩০ জুন বিকেল ৩টায় আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হয়।

এছাড়া ৩ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। সোমবার (১১ জুলাই) সকাল ৯টায় হলগুলো পুনরায় খুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১২ জুলাই) থেকে যথারীতি সকল বিভাগে ক্লাশ-পরীক্ষা শুরু হবে। এদিন থেকে বিশ্ববিদ্যালয় পরিবহনের বাসও যথারীতি সবগুলো রুটে ছেড়ে যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসএস/জিসিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।