ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
আইইউবিতে বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা (সংগৃহীত)

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৬ উপলক্ষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) উদ্যোগে ‘বঙ্গবন্ধুর জীবন ও অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) আইইউবি ক্যাম্পাস বসুন্ধরায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতির জনকের বর্ণাঢ্য জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাসের বিভিন্ন দিক তরুণ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি)  উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশাল সায়েন্সেস অনুষদের ডিন ড. মাহবুব আলম।

বাংলাদেম সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।