ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃত্তির তালিকা চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃত্তির তালিকা চূড়ান্ত

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ’ অর্থবৃত্তি বিতরণের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় প্রথমস্থান অধিকারী শিক্ষার্থীদের বৃত্তি বাবদ এক লাখ টাকা বিতরণের সিদ্ধান্ত হয়েছে।

 

শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ অর্থবৃত্তির টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক (জনসংযোগ) এসএম হাফিজুর রহমান।

বুধবার (২৪ আগস্ট) সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রত্যেককে ১২ হাজার পাঁচশ’ টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ওইদিন উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা ও সনদপত্র বিতরণ করবেন।

বৃত্তির চূড়ান্ত তালিকানুযায়ী কলা অনুষদের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ইফ্ফাত আরা ইভা, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের একে এম মাসুদুল মান্নান, চারুকলা বিভাগের দিদারুল হোসাইন লিমন ও সঙ্গীত বিভাগের রুমঝুম বিজয়া রিছিল।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শান্তা মারিয়া শিথিল, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের সাবিকুন্নাহার বন্যা, ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নিবেদিতা দত্ত, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আসলাম মাহমুদ।

অনুষদ ভিত্তিক বৃত্তিসমূহ হচ্ছে কলা অনুষদ প্রমীলা বৃত্তি, ব্যবসায় প্রশাসন অনুষদ-বুলবুল বৃত্তি, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ-কাজী সব্যসাচী বৃত্তি, সামাজিক বিজ্ঞান অনুষদ- কাজী অনিরুদ্ধ বৃত্তি।

বাংলাদেশ সময়: ১২১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমএএএম/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।