ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে হল আন্দোলন চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
 জবিতে হল আন্দোলন চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের আহ্বানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট চলছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।


এরপর সব অনুষদের মূল ফটকে তালা লাগিয়ে দেন তারা। এছাড়া সকাল ৯টা থেকে এখন পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
আন্দোলনের বিষয়ে জবি ছাত্রলীগ সভাপতি এফএম শরিফুল ইসলাম বলেন, কয়েকজন মন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা হলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে আমরা প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা ছাড়া আন্দোলন থেকে সরে আসছি না।
তিনি আরো বলেন, আমরা বলেছি অন্য কোথাও হল তৈরি করা হলেও পুরাতন কারাগারের জমি আমাদের প্রয়োজন, তাই এই জমি আমাদের দিতে হবে এবং সেখানে আমরা চার নেতার নামে হল তৈরি করবো।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।