ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষার্থীদের ওপর হামলারকারীদের শাস্তির দাবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জবি শিক্ষার্থীদের ওপর হামলারকারীদের শাস্তির দাবি

শাবিপ্রবি: হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি দাবিতে বিক্ষোভ ৠালি ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ে শাবিপ্রবি প্রগতিশীল ছাত্রজোটের উদ্যোগে এ বিক্ষোভ ৠালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ৠালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে  ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের শাবি শাখার আহবায়ক অপু কুমার দাশের সভাপতিত্বে এবং শাবি ছাত্র ইউনিয়ন সভাপতি স্বপন দেবনাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক প্রসেঞ্জিত রুদ্র, ছাত্র ইউনিয়ন সম্পাদক সুচিত্র গোপ, সম্মিলিত সাংস্কতিক জোটের সাবেক আহবায়ক সারোয়ার তুষার প্রমুখ।

বক্তারা হামলাকারী ছাত্রলীগ কর্মীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় আনা এবং হল নির্মাণের দাবি মেনে নেওয়ার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।