ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষক জলির মৃত্যুর ঘটনা তদন্ত করবে রাবি কর্তৃপক্ষ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
শিক্ষক জলির মৃত্যুর ঘটনা তদন্ত করবে রাবি কর্তৃপক্ষ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির মৃত্যুর ঘটনা তদন্ত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (০৮ অক্টোবর) রাতে রাবির সিন্ডিকেট সভায় ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ অভিযোগ কমিটি’ পুনর্গঠন শেষে কমিটিকে এ দায়িত্ব দেওয়া হয়।

সিন্ডিকেট সদস্য মামুন আব্দুল কাইয়ুম জানান, যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০১০ এর আলোকে শনিবার সিন্ডিকেটে সাত সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়। এতে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীনকে সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসী সহলকে সদস্য সচিব করা হয়।

গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিজ কক্ষ থেকে শিক্ষক জলির মরদেহ উদ্ধার করা হয়। পরে কক্ষ থেকে একটি ‘সুইসাইড নোট’  উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জলির ছোটভাই কামরুল হাসান বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।