ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
প্রধানমন্ত্রীকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন

বরিশাল: মন্ত্রিসভায় ‘অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন-২০১৬’ এর চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।  

উচ্চশিক্ষার মান নিশ্চিত করে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে এ আইন অনুমোদন করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ অক্টোবর) ই-মেইলের মাধ্যমে উপাচার্যের পাঠানো এক অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, এই অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের মাধ্যমে বাংলাদেশে উচ্চশিক্ষার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্ব দরবারে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নেও এ ধরনের অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা যেতে পারে।  

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এমএস/বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।