ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, অক্টোবর ২৫, ২০১৬
গণবিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের গণবিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা এবং বেলা দেড়টা থেকে দুই পর্বে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু বাংলানিউজকে বলেন, অনার্সের ১৬টি বিভাগ ও মাস্টার্সের ছয়টি বিভাগের প্রায় ৩ হাজার ২শ’ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছেন। নির্দিষ্ট তারিখের দুই পর্বের পরীক্ষাগুলো আগামী ৬ নভেম্বর (রোববার) পর্যন্ত চলবে।

যথাসময়ে পরীক্ষা শেষ করতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষার আগেই ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। এতে পরীক্ষার ফল প্রকাশ করা সহজ হবে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জিপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।