ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে গবেষণা প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জাবিতে গবেষণা প্রকল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থায়নে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের আয়োজনে গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।



উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন শিক্ষার পরিচায়ক। পাঠদানের পাশাপাশি গবেষণা কর্মকাণ্ড ভালোভাবে চলার মাধ্যমে বিশ্ববিদ্যালয় আনাকাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে পারবে।

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।

সেমিনারে ৪টি সেশনে ২৬টি গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।