ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রুয়েটের জনসংযোগ কর্মকর্তা গোলাম মর্তুজা বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে রুয়েট উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মোশাররাফ হোসাইন, ছাত্রকল্যাণ পরিচালক এনএইচএম কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

তিনি জানান, শুধু আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের মুক্তহস্ত অংকন পরীক্ষা বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
    
এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে রুয়েট ক্যাম্পাস ভর্তিচ্ছু ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ভর্তি পরীক্ষায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি আনসার, রোভার স্কাউট সদস্যরা নিয়োজিত ছিলেন।

রুয়েট উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছিল। আগামী ৬ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

এবার রুয়েটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮ হাজার ২০ জন শিক্ষার্থী অংশ নেন।   এদের মধ্যে ১৪টি বিভাগে মোট ৮৭৫ জনকে ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।