ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
জবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ সেশনের ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদের প্রথম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে এ ফল প্রকাশিত হয়েছে।

 

এবার প্রাথমিকভাবে ১৩ হাজার ৯৮৬ শিক্ষার্থী ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। সিট খালি থাকা সাপেক্ষে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে বলে জানিয়েছে ভর্তি কমিটি।

প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (www.result.jnu.ac.bd) -এ পাওয়া যাচ্ছে।

এবার ‘এ’ ইউনিটের ৮২৫টি আসনের বিপরীতে ৬৪ হাজার ৩০৬ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রায় ৭৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ডিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।