ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ১০ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
জাবিতে ১০ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও) তিন দিনব্যাপী ১০ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে।

বুধবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) পক্ষ থেকে ১০ম বারের মতো আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৯ অক্টোবর (শনিবার) পর্যন্ত এ বিতর্ক প্রতিযোগিতা চলবে।

২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে এবং একই দিনে বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৯ অক্টোবর (শনিবার) আনন্দ র‌্যালি,  চূড়ান্ত বিতর্ক এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে বিজপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।