ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবির ২ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বশেমুরবিপ্রবির ২ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দুই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০-১১টা পর্যন্ত এ ইউনিট এবং দুপুর ২-৩টা পর্যন্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।


 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।
 
চলতি শিক্ষাবর্ষে এ ইউনিটে ২৫১ আসনের জন্য ১৪ হাজার ২১২ জন এবং বি ইউনিটে ৫৭৮ আসনের জন্য ৮ হাজার ৮৬২ জন শিক্ষার্থী আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।