ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা ৪ ও ৫ নভেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষা ৪ ও ৫ নভেম্বর

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ডি, ই, এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহাবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এরই মধ্যে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানগুলো হলো- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজ ও গোপালগঞ্জ সরকারি টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ।

শুক্রবার (০৪ নভেম্বর) ডি ইউনিট সকাল ১০টা থেকে ১১টা, ই ইউনিট দুপুর ২টা থেকে ৩টা ও শনিবার (০৫ নভেম্বর) এফ ইউনিট সকাল ১০টা থেকে ১১টা এবং জি ইউনিট দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট-এ www.bsmrstu.edu.bd জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।