ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারিকরণের দাবিতে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক অবরোধ  করেছে প্রতিষ্ঠানের শিক্ষক  ও শিক্ষার্থীরা।

শনিবার (০৫ নভেম্বর) ভোর ৬টা থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়।

চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অবরোধের ফলে ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়কে সকল প্রকার যান চরাচল বন্ধ রয়েছে। পাশাপাশি এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

অবরোধের সমর্থনে উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে শনিবার সকালে স্থানীয় আন্ধারিয়াপাড়া মারকাজে আখেরি মোনাজাতের মাধ্যমে তিনদিনের ইজতেমা শেষ হলেও অবরোধের কারণে আটক‍া পড়েছেন দূর দূরান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লি।

এর মধ্যে যাদের বাড়ি কাছাকাছি তার‍া পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। দূরের লোকজন সন্ধ্যার অপেক্ষা করছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, অবরোধ চলাকালে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবার দোকান, ওষুধের দোকান ও পরীক্ষার্থী বহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমএএএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।