ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিপ্রবি’তে চলমান আন্দোলন স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
রাবিপ্রবি’তে চলমান আন্দোলন স্থগিত

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

রাঙামাটি: সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১৫ জানুয়ারির মধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণের কাজ শেষ করার দাবি জানানো হয়।

এছাড়া উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি সেমিস্টার চার মাসের মধ্যে শেষ করা, সে অনুযায়ী ক্যালেন্ডার তৈরি করা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য প্রয়োজনীয় ল্যাব, রিডিং রুম, বিশ্ববিদ্যালয়ে ওয়াই-ফাই জোন ও শিক্ষার্থীদের জন্য আসবাবপত্রসহ নৈশ প্রহরীর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।