ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবি রোভার স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জবি রোভার স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপাচার্য ড. মীজানুর রহমান/ছবি: বাংলানিউজ

জবি: ‘শীতার্তদের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ’ স্লোগান সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জবি রোভার স্কাউট গ্রুপ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) প্রশাসনিক ভবন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ বছর ২০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান জবি রোভার স্কাউট ইউনিটের সদস্যরা।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার ড. মো. মনিরুজ্জামান, মিন্টু আলী বিশ্বাস, মো. আব্দুল সালাম ও নাহরীন জান্নাত হোসাইন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ডিআর/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।