ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তালতলীতে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
তালতলীতে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব বরখাস্ত

বরগুনা: বরগুনার তালতলী মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে নকলের প্রবণতা বৃদ্ধির অভিযোগে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব তালতলী ছালেহিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হারুন অর রশীদকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ছোটবগী আবদুল গফুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেনকে নতুন কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তার অধিনেই চতুর্থ দিনের শারীরিক শিক্ষা ও সামাজিক বিজ্ঞান বিষয়ক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হুদা ও জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলমের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ বাংলানিউজকে জানান, পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে এবং সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বুধবার পরীক্ষা কমিটির জরুরি বৈঠকে কেন্দ্র সচিব মাওলানা হারুনুর রশীদকে বরখাস্ত করা হয়।

একই বৈঠকে মাওলানা আবুল হোসেনকে নতুন কেন্দ্র সচিব নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।