বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, পেনশন, মেডিক্যাল ভাতাসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন।
অবিলম্বে সরকারের বিধি মোতাবেক স্বীকৃতি প্রাপ্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করারও দাবি জানান তারা।
বাংলাদেশ শিক্ষক সমিতির ভবিষ্যত কার্যক্রম সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক বিলকিস বলেন, আগামী ১৬ মার্চ সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হবে। ২৩ মার্চ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম পিরিয়ডের ক্লাস বর্জন করা হবে। ৩০ মার্চ সকাল ১১টায় ঢাকায় শিক্ষক-কর্মচারী জাতীয় প্রতিনিধি সভা হবে।
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সহ-সভাপতি সমরেন্দ্র নাথ রায়, বজরেন্দ্র নাথ রায়, জেব-উন-নেসা, বেগম তাজকিরা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
ইউএম/জিপি/আরআই