ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ‘ক্লিনিং উইক’ শুরু রোববার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
জবিতে ‘ক্লিনিং উইক’ শুরু রোববার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের নবগঠিত পরিবেশ ক্লাবের উদ্যোগে রোববার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘ক্লিনিং উইক’।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া।

সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে থাকবে বিভাগের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিষ্কার করা, বিভাগের সৌন্দর্যবর্ধন, সাজসজ্জ্বা, করিডোরের সৌন্দর্যবর্ধনসহ নানা কর্মসূচি।

কর্মসূচির বিষয়ে ‘পরিবেশ ক্লাবের’ সভাপতি মো. আসরাফ উদ্দিন জানান, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এর মাধ্যমে আমাদের বিভাগের সংশ্লিষ্ট সবাই বিভাগের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সচেতন হবে। প্রথমদিকে এটি স্বল্প পরিসরে আয়োজন করা হচ্ছে, পরবর্তীতে বৃহৎ পরিসরে অর্থাৎ পুরো ক্যাম্পাস এর আওতায় আনা হবে।

এদিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিভাগীয় চেয়ারম্যান ড. মল্লিক আকরাম বলেন, এটি খুব ভালো উদ্যোগ,আমরা এর ধারাবাহিকতায় এক সময় পুরো ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন দেখতে পাবো।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
ডিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।