সোমবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে উপাচার্যের কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন পি. নিকলস। উপাচার্য ও অধ্যাপক ডেভিড পি. নিকলস দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা বিষয়ে সমঝোতা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
সমঝোতা চুক্তির সম্ভাবনাগুলো এগিয়ে নিতে অধ্যাপক ডেভিডকে অনুরোধ করেন উপাচার্য। এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সাগিনা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যেতে পারবেন এবং সাগিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
আরআইএস/এমজেএফ