ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ   মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পদবঞ্চিতদের বিক্ষোভ-ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: হল কমিটি ও কেন্দ্রীয় কমিটিতে পদ না পাওয়ায় বর্ধিত কমিটি ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।

বুধবার (০৮ মার্চ) দুপুরে তারা বিক্ষোভ করেন।  

পদবঞ্চিতরা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন মধুর ক্যান্টিনে এসে পদবঞ্চিতদের সঙ্গে কথা না বলে চলে যান।

এর আগে তারা বর্ধিত কমিটি নিয়ে কথা বলবেন বলে জানিয়েছিলেন।

তারা ফিরে যাওয়ার পর পদবঞ্চিতরা বর্ধিত কমিটি ঘোষণার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়া থেকে দেশে ফেরার পর তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এজন্য আমি কথা বলতে পারিনি। শিগগিরই বর্ধিত কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এসকেবি/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।