ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির চিকিৎসা কেন্দ্রে অটো কিয়স্ক মেশিনের উদ্বোধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
রাবির চিকিৎসা কেন্দ্রে অটো কিয়স্ক মেশিনের উদ্বোধন রাবির চিকিৎসা কেন্দ্রে অটো কিয়স্ক মেশিনের উদ্বোধন-ছবি: বাংলানিউজ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে অটো কিয়স্ক মেশিন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন মেশিনটি উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ব্যবহারকারীরা এ মেশিনে স্মার্ট কার্ড ব্যবহার করে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, রোগীর ব্যবস্থাপত্র ইলেক্ট্রনিক রেকর্ডে সংযোজনসহ বিভিন্ন পরিসেবা গ্রহণ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অটোমেশনের আওতায় আনার প্রকল্পের অংশ হিসেবে এ মেশিনটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক, প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা ও চিকিৎসা কেন্দ্র পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্যরা।

আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বাংলানিউজকে বলেন, এ ডিভাইসটি স্থাপন করার ফলে চিকিৎসককে কাগজে প্রেসক্রিপশন লিখতে হবে না। কম্পিউটারে লিখে দিতে পারবে। কিন্তু যে ওষুধগুলো আমাদের মেডিকেল সেন্টারে নেই, সেগুলো চিকিৎসককে কাগজে লিখতে হবে। এছাড়া রোগীর চিকিৎসার রেকর্ড এ ডিভাইসে সংরক্ষিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।