ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বৃত্তি পেলেন ঢাবির ২৫ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
বৃত্তি পেলেন ঢাবির ২৫ শিক্ষার্থী বৃত্তি পেলেন ঢাবির ২৫ শিক্ষার্থী-ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।  

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ২০ জনকে ‘গভর্নর বৃত্তি’ এবং ৫ জনকে ‘অধ্যাপক আসাদুজ্জামান স্মারক বৃত্তি’ দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
অনুষ্ঠানে উপাচার্য বলেন, অধ্যাপক ড. আসাদুজ্জামান একজন কাজ পাগল মানুষ ছিলেন। সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছাত্র ও শিক্ষকদের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করেছেন।  

আসাদুজ্জামানের জীবন ও কর্ম অনুসরণ করে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন।

‘অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান স্মারক বক্তৃতা’ দেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াত অধ্যাপক আসাদুজ্জামানের সহধর্মিনী মিসেস ফাতেমা জামান।

বৃত্তিপ্রাপ্তরা হলেন-মো. আকলাসুর রহমান, মো. জুয়েল রানা, মেহেদী হাসান হৃদয়, রাবেয়া আদুবিয়া শেফা, বখতিয়ার সিদ্দিক সাজিদ, বাবলী সরকার, মোহাম্মদ ফয়সাল, শেখ দিদার হোসেন, খন্দকার সুরাইয়া আকতার, মো. ইসমাইল, আরিফুল ইসলাম, উজ্জ্বল বাইন, জোনাথন চাম্বুগং, হাবিবুর রহমান, মাহমুদা আক্তার মলি, মো. আকলাসুর রহমান, মো. জুয়েল রানা, আসমাউল হুসনা পিংকি, মো. মাহমুদ-উল-হাসান, মো. নাজমুল হুদা, খাদিজা খাতুন চাঁদনী, আবু মুসা, সুমাইয়া তাহিরা, ফারিহা ফিরোজ এবং মো. ফারুক হোসেন।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসকেবি/আরআর/এএ
                                                                                                                  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।