ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল/ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্রিকেট দল।

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় ৫ উইকেটের ব্যবধানে জাবিকে পরাজিত করে শিরোপা জেতে ঢাবি।

টস জিতে ঢাবি টিমের অধিনায়ক ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান জাবিকে।

ব্যাট করতে নেমে জাবি নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। জবাবে ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ঢাবি।

প্রথম দুই ওভারে পর পর উইকেট হারায় ঢাবি। তবে একপাশ আগলে রেখে ইমন অপরাজিত ৪৬ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। যার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ইমন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসকেবি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।