ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আইইউবিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার আইইউবিতে ‘স্বপ্ন জয়ের প্রত্যয়ে’ শীর্ষক ক্যারিয়ার বিষয়ক সেমিনার (ছবি: বাংলানিউজ)

ঢাকা: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ‘স্বপ্ন জয়ের প্রত্যয়ে’ শীর্ষক ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) আইইউবির এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বিভাগের উদ্যেগে আয়োজিত এই সেমিনারে প্রধান বক্তা ছিলেন, অসটেক্স’র বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও ট্যালেন্ট হাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মনোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান শিক্ষার্থীদের নিজেদের স্বপ্ন বাস্তবায়নে পছন্দের পেশায় ভবিষ্যৎ কর্মজীবন গড়ে তোলার পরামর্শ দেন।

সেমিনারের মূল বক্তা মনোয়ার হোসাইন বলেন, স্বপ্নকে বাস্তবায়ন করতে চাইলে নিজ সিদ্ধান্তে অটল থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

সেমিনারের শুরুতে প্রধান বক্তার পরিচয় তুলে ধরেন আইইউবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন ড. মো. আব্দুল খালেক। ধন্যবাদ জ্ঞাপন করেন, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।