ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নকল করায় ফেনীতে পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
নকল করায় ফেনীতে পরীক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীর কাছে থেকে উদ্ধ‍ারকৃত নকল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর ফাজিলপুর ডাব্লিউ বি কাদরী স্কুল কেন্দ্র থেকে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

সোহেল রানা বাংলানিউজকে জানান, পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থী বাথরুম থেকে পরীক্ষার হলে ঢোকে।

এ সময় পকেট ফোলা থাকায় তাকে তল্লাশি করে চিরকুট পাওয়া যায়।

পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে হল পরিদর্শক অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।