ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

ইংরেজি ১ম পত্রে সিলেট বোর্ডে অনুপস্থিত ৬৭৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, এপ্রিল ৬, ২০১৭
ইংরেজি ১ম পত্রে সিলেট বোর্ডে অনুপস্থিত ৬৭৯

সিলেট: সিলেটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ৬৭৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন বহিষ্কার হয়েছেন দু’জন পরীক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তৃতীয় দিনে ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  

বহিষ্কৃতরা হবিগঞ্জ সৈয়দ উদ্দিন কলেজের ও সুনামগঞ্জ মহিলা কলেজের শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালে নকল করার দায়ে তাকে বহিষ্কার করা হয়।  

সিলেট বোর্ডের ৭৭টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইংরেজি ১ম পত্রে ৬০ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ হাজার ৭৯৩ জন অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।