মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ বিষয়ে কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। মৃৎশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম অনুষ্ঠান সঞ্চলনা করেন।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, শিশুদের শুধু পরীক্ষায় জিপিএ ৫ পেলেই চলবে না, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও জানতে হবে। আজকের শিশুই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চলতি বছরের ১৭ মার্চ ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রত্যেক গ্রুপের সেরা ১০জন করে মোট ৩০জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসকেবি/এএটি/এএ