ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
শাবিপ্রবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি  শাবিপ্রবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি-ছবি-বাংলানিউজ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই সাংবাদিককে পিটিয়ে আহত করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে মুখে কালো কাপড় বেঁধে চেতনা-৭১ এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শাবিপ্রবি প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে বক্তারা সাংবাদিকের উপর হামলার নির্দেশদাতা ও শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তার কর্মীদের স্থায়ী বহিষ্কার ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি তোলেন তারা।

গত ৮ এপ্রিল স্কুলছাত্রীকে ইভটিজিং ও মারধরের প্রতিবাদ করায় শাখা ছাত্রলীগের সভাপতির নির্দেশে সাংবাদিক সরদার আব্বাস ও সৈয়দ নবীউল আলমের উপর হামলা চালায় তার অনুসারীরা।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।