শনিবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাবির সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
উৎসবের আয়োজন করছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা)।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ডুমার পরিচালক মীর লোকমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুমার মডারেটর ও বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ফাদার তপন ডি রোজারিও, প্রাণ কনফেকশনারির হে অব মার্কেটিং শাখাওয়াত আহমেদ, প্রাণের ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ হোসেন ও ডুমার সভাপতি শাহরিয়ার শাওন।
মীর লোকমান বলেন, ১৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় টিএসসিতে এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধান বাহাদুর অলী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিন দিনের উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে দেশি-বিদেশি বিভিন্ন দলের মূকাভিনয় প্রদর্শনী। ১৯ এপ্রিল রাত ৯টায় অংশগ্রহণকারী ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হবে।
এছাড়া মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা, পোস্টার প্রদর্শনী, স্ট্রিট শো অনুষ্ঠিত হবে। জাপান, শ্রীলংকা, ভারত, নেপাল, চীন, ভুটানের শিল্পীরা এতে অংশ নেবেন। এছাড়া দেশের দশটি মূকাভিনয় সংগঠন অংশ নেবে।
তপন ডি রোজারিও বলেন, জাতির কাছে দেশ ও বিশ্বের সমসাময়িক বিষয় শিল্প জগতের অন্যতম মাধ্যম মূকাভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। বর্তমানে বাংলাদেশের কয়েকজন মূকাভিনয় শিল্পী রয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। তাদের অবর্তমানে ডুমার এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসকেবি/এএটি/বিএস