হামলাকারীদের শাস্তির দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন-ছবি: বাংলানিউজ
শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইয়াসিন সরকারের ওপর হামলাকারীদের (বহিরাগত) শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের সামনের টিলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন ইয়াসিন।
মানববন্ধনে বক্তারা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও দোষীদের শাস্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এএটি/জেডএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।