ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে ভেটেরিনারি নিয়োগের দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
হাবিপ্রবিতে ভেটেরিনারি নিয়োগের দাবিতে মানববন্ধন হাবিপ্রবি ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের মানববন্ধন-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নবম গ্রেডের সব পদে ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিতকরণের দাবিতে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ্র দাস, ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হাবিপ্রবি শাখার উপদেষ্টা মো. হান্নান সরকার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।  

বক্তারা বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরে যুগপোযোগী অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমন্বিত কোর্সের পাঁচ বছর মেয়াদী রেজিস্টার্ড ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের (ডিভিএম ও বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড এএইচ) অর্গানোগ্রামের এন্ট্রি লেভেলে নমব গ্রেডের সব পদে নিয়োগের বিধান নিশ্চিত করতে হবে।

৮ হাজার টাকার বদলে ইন্টার্ন ডাক্তারদের সম্মানি ভাতা নিয়মানুযায়ী ভেটেরিনারি সার্জনের সমমান বেসিক ২২ হাজার টাকা করার দাবি জানান তারা।  

প্রাণিসম্পদ অধিদপ্তরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পে) নিয়োগ নিয়ে এএইচদের অযৌক্তিক আন্দোলন বন্ধ করার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
আরআর/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।