ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা ও সংস্কৃতি চর্চায় জঙ্গিদের অস্তিত্ব বিলীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
শিক্ষা ও সংস্কৃতি চর্চায় জঙ্গিদের অস্তিত্ব বিলীন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের অনুষ্ঠান-ছবি-বাংলানিউজ

ঢাকা: শিক্ষার সঙ্গে সংস্কৃতির চর্চা হলে জঙ্গিবাদের আর অস্তিত্ব থাকে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

রোববার (১৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের নতুন কমিটি গঠন ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষা ও সংস্কৃতি চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতি চর্চা মানুষকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, হিংসা, প্রতিহিংসা থেকে বিরত রাখে।

শিক্ষা ছাড়া সংস্কৃতি হয় না। আবার সংস্কৃতিহীন শিক্ষাও পূর্ণাঙ্গ নয়। এ শিক্ষা পুঁথিগত শিক্ষা নয়, মানুষ গড়ার শিক্ষা, মননশীল জাতি তৈরির শিক্ষা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, সংগীত শিল্পী জয় শাহরিয়ার, সংগঠনটির মডারেটর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।  

সংগঠনটি আহসান রনিকে সভাপতি ও রাহাবার আলম অর্ককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।