মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তারা এ তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ঝুঁকিপূর্ণ ভবন ও রাস্তা সংস্কার, আসবাব সংকট নিরসন এবং অতিদ্রুত সাপ-উঁইপোকা-ছারপোকা দমন।
ওই হলের শিক্ষার্থীরা জানান, ‘হলের অধিকাংশ ব্লক ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা প্রতিনিয়ত ধস আতঙ্কে থাকি। এছাড়া হলে পর্যাপ্ত বেড, পড়ার টেবিল, চেয়ার, ডেস্ক নেই। কক্ষগুলোতে লকার না থাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে।
এসব সমস্যা সমাধানে একাধিকবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ কে এম জসীম উদ্দীনকে বলা হলেও তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি নিয়ামানুযায়ী হল অফিসে লিখিত আবেদন করলেও অবস্থার পরিবর্তন হয়নি। তাই আমরা তালা লাগাতে বাধ্য হয়েছি।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক এ কে এম জসীম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। দ্রুত সমস্যার সমাধান কর হবে বলে জানান তিনি।
১৯৭১ সালে স্থাপিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম আবাসিক হল আল- বেরুনী হল। এরপর ১৯৮২ সালে আল-বেরুনী হলের মূল ভবন থেকে কিছুটা দূরে একই নামে টিনশেডের সম্প্রসারিত ভবন নির্মিত হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
জেডএস