লাইব্রেরি
ঢাকা: মহাসাগরের শত বছরের কল্লোল ঘুমিয়ে থাকা লাইব্রেরিগুলোর আজ বেহাল দশা। পাবলিক লাইব্রেরিগুলোতে ধুলো জমা বইয়ের ভাঁজে মায়ের কোলে ঘুমিয়ে পড়া শিশুর মতোই চুপ করে থাকে জ্ঞান। বাড়তে থাকে পাঠকের সঙ্গে বইয়ের দূরত্ব।
দেশের অধিকাংশ পাবলিক লাইব্রেরিতে তাই পাঠক সঙ্কট। যেখানে পাঠক আছে সেখানে বইয়ের সঙ্কট।
দীর্ঘসময় পাঠে বুঁদ হয়ে থাকার পরিবেশ নেই। ওয়াশরুমের দরোজা মাড়ানো মুশকিল। আধুনিক প্রযুক্তিরও যেনো প্রবেশ নিষেধ এসব পাঠাগারে।
বৃহস্পতিবার দিনভর সরকারি অর্থায়নে পরিচালিত পাবলিক লাইব্রেরিগুলোতে ঢুঁ মেরেছেন বাংলানিউজের রিপোর্টার-ফটোগ্র্রাফাররা। সরেজমিনে তুলে এনেছেন সেগুলোর হাল হকিকত। তাদের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে বই আর পাঠকের অনেক অজানা কথা। বাংলানিউজের তুলে আনা এসব অপ্রাপ্তি আর প্রত্যাশার গল্প জানতে শুক্রবার ক্লিক করে খুলেই রাখুন বাংলানিউজ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
জেডএম/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।