দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয় শুক্রবার (২৮ এপ্রিল) রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে। পরে শনিবার (২৯ এপ্রিল) শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব।
অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করা হয়।
বিভাগের শিক্ষকরাসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১১টায় রওজাতুল রুম্মন রিতি, রেজওয়ানা কান্তা ও ওয়ালিউর রহমান পিকুলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
সভা শেষে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
আরবি/