শনিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে ‘ক্যাম্পেইন ফর পপুলার অর্গানাইজেশন (সিএএমপিএ) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, দেশের শিক্ষাখাতে এগিয়ে গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) বিভিন্ন বইয়ের পরিবর্তন ধর্মান্ধতার দিকে যাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুগ যুগ ধরে মানুষ ধর্মপালন করে এসেছে। সরকার জনগণের কথা চিন্তা করেই সব পদক্ষেপ নিয়ে থাকে।
মন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদেরও সচেতন হতে হবে। তাদের শিক্ষার্থী বা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কাজ করতে হবে, তাহলে কোনো শিক্ষার্থী বা সন্তান নীতিবহির্ভূত কাজ করবে না।
সেমিনারে আরও বক্তব্য রাখেন- মধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফিন্যান্স অ্যান্ড ডেভলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে মুজেরি, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহেন আনাম ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
এমএ/ওএইচ/আরআই