রোববার (৩০ এপ্রিল) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) দেওয়া বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা থেকে শুরু করে ভালো কর্মকাণ্ড হলেও এগুলো পত্রিকার শিরোনাম হয় না।
তিনি আরো বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এজন্য সাংবাদিকদের সাংবাদিকতা পেশার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হয়।
সাংবাদিকদের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে ইউজিসি’র চেয়ারম্যান বলেন, আমাদের সমাজে কয়েক ধরণের সাংবাদিকরা বিচরণ করছে। তাদের মধ্যে কেউ ঘরে বসে সাংবাদিকতা করে, কেউ ব্ল্যাক মেইল করে সাংবাদিকতা করে, কেউ শুনে শুনে সাংবাদিকতা করে। আবার কেউ বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতা করে। আর এটায় মানুষের আস্থা অর্জনে সহায়তা করে।
সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহম্মেদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সাংবাদিক সমিতির পৃষ্ঠপোষক অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক মো. শাহেদুর রশিদ, জাবিসাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল হক চৌধুরী মঞ্জু ও সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন প্রমুখ।
বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও প্রাইজমানি পেয়েছেন বাংলানিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম হিমেল, দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি বেলাল হোসাইন রাহাত ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি মো. দিদারুল হক ।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
জিপি/বিএস