ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেবে জবি

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ২, ২০১৭
সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেবে জবি সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার ফলাফল দেবে জবি-ছবি: বাংলানিউজ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার থেকে পরীক্ষার সব ফলাফল সফটওয়্যারের মাধ্যমে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পরীক্ষার ফলাফল প্রক্রিয়াকরণ সংক্রান্ত সফটওয়্যার ‌‌'ছাত্র তথ্য এবং ফলাফল প্রক্রিয়াকরণ সিস্টেম (এসআইআরপিএস)' প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ প্রদর্শনী থেকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

এ সময় সফটওয়্যারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৯৩৪ মে ০২, ২০১৭
ডিআর/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।