বৃহস্পতিবার (৪ মে) দুপুরে এ স্কুলগুলোতে ছিল উচ্ছ্বাস। ছিল মিষ্টি বিতরণের ধুম।
এমন অসাধারণ কৃতিত্বে এ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝেও বইছে আনন্দের বন্যা।
ময়মনসিংহ জিলা স্কুলের ২৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ২২৩ শিক্ষার্থী। পাসের হার শতভাগ।
প্রতিবারের মত এবারো ভাল করেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। তারা নিজেদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এ কলেজ থেকে ৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জনই জিপিএ-৫ পেয়েছে। তাদের ফলাফলে শিক্ষক ও শিক্ষার্থীরা খুশি।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় অংশ নেয় ৩১২ ছাত্রী। পাস করেছে শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৬৯ জন।
ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বরাবরের মতো এবারো শতভাগ পাস করেছে। এ স্কুলে ১৬৬ জন পরীক্ষার্থীর মাঝে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন।
ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল স্কুল থেকে ২৬৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৪৩ জন।
প্রগেসিভ মডেল স্কুল থেকে ২৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২৩৮ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ৯৮ দশমিক ৬৭। জিপিএ ৫ পেয়েছে ১২৩ জন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ৪, ২০১৭
এমএএএম/জেডএ