ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোরে জিপিএ-৫ এ এগিয়ে ছাত্ররা, পাসের হারে ছাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
যশোরে জিপিএ-৫ এ এগিয়ে ছাত্ররা, পাসের হারে ছাত্রীরা যশোরে ফলাফল ঘোষণার পরে উচ্ছ্বাসিত ছাত্র-ছাত্রীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে জিপিএ-৫ এ ছাত্ররা এগিয়ে থাকলেও পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা।

বৃহস্পতিবার (০৪ মে) প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য জানা যায়।

বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে ৬ হাজার ৪৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এর মধ্যে মধ্যে ৩ হাজার ৪২৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৬ জন ছাত্রী রয়েছে।

তবে, এ বোর্ডে মোট কৃতকার্য ১ লাখ ২২ হাজার ৯৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬২ হাজার ২৪ জন ছাত্রী এবং ৬০ হাজার ৯৭১ জন ছাত্র রয়েছে। যশোর বোর্ডের মোট পাসের হার ৮০ দশমিক ০৪ শতাংশের মধ্যে ছাত্রীদের পাসের হার ৮২ দশমিক ১৪ শতাংশ এবং ছেলেদের ৭৮ দশমিক ০১ শতাংশ।

যশোর বোর্ডে মানবিক বিভাগে ৬০ হাজার ৪৪৯ জন শিক্ষার্থীর মধ্যে ৭৯ জন এবং বাণিজ্য বিভাগে ৩০ হাজার ৮৪১ জন শিক্ষার্থীর মধ্যে ১৯৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে, বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ৭০৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ১৮৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া যশোর শিক্ষাবোর্ডের অধীনে ১০ জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে খুলনা, পর্যায়ক্রমে দ্বিতীয় স্থানে সাতক্ষীরা, তৃতীয় মেহেরপুর, চতুর্থ যশোর, পঞ্চম কুষ্টিয়া, ষষ্ঠ ঝিনাইদহ, সপ্তম বাগেরহাট, অষ্টম নড়াইল, নবম চুয়াডাঙ্গা এবং দশম স্থানে রয়েছে মাগুরা জেলা।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মে ০৪, ২০১৭
ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।