মঙ্গলবার (১৬ মে) কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ইলিয়াস উদ্দিন কারণ দর্শানোর নোটিশ পাঠানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
ইলিয়াস উদ্দিন বলেন, বোর্ড চেয়ারম্যানের নির্দেশে এসএসসিতে খারাপ ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাতদিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
বিগত পাঁচ বছরের মধ্যে এ বছরই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সবচেয়ে বড় ফল বিপর্যয় হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে এবার পাসের হার ৫৯ দশমিক ০৩ শতাংশ।
২০১৭ সালে এসএসসিতে গড় পাসের হার ৮০.৩৫ শতাংশ।
বাংলদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ১৬, ২০১৭
জিপি/জেডএস