ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৭
রাবিতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প রাবিতে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-ছবি: বাংলানিউজ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিনব্যাপী ‘আইসিটি ক্যারিয়ার ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) সকাল ১১টার দিকে এ ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. মিজানুর রহমান, জনসংযোগ দপ্তর প্রশাসক মশিহুর রহমান, উইমেন ইন ডিজিটাল বাংলাদেশের পক্ষ থেকে আছিয়া নিলা ও উই মোবাইল ফোন কোম্পানির পক্ষ থেকে সোলাইমান সুখন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. খাদেমুল ইসলাম মোল্যা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।