ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে মুজিবুর ফাউন্ডেশনের স্বর্ণপদক

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ২১, ২০১৭
শাবিপ্রবিতে মুজিবুর ফাউন্ডেশনের স্বর্ণপদক শাবিপ্রবিতে মুজিবুর ফাউন্ডেশনের স্বর্ণপদক। ছবি: বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক দেওয়া হয়েছে।

রোববার (২১ মে ) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সি ভবনের গ্যালারিতে এ পদক দেওয়া হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া, অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক আহমেদ কবির, অধ্যাপক রাশেদ তালুকদার, ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সাদিকুর রহমান (বিএসসিতে ১ম), ফেরদৌস আরা বেগম (এমএস থিসিস ১ম) এবং সুস্মিতা পুরকায়স্থকে (এমএস জেনারেল-১ম) স্বর্ণপদকে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক আহমেদ কবির বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের জন্যে একটি স্বতন্ত্র ভবন স্থাপনের জন্যে মুজিবুর রহমান ফাউন্ডেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ২১, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ