আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও পরীক্ষা নিয়ন্ত্রক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (২৪ মে) সকালেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
বিবিএ বিভাগের অন্য এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ অনুমোদন ছাড়াই সাতটি বছর কিভাবে চলতে পারে? খুব দ্রুত এর সুরাহা না হলে পরবর্তীতে আমরা পেশাগত জীবনে হুমকির মুখে পড়তে পারি’।
বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। কোনো শিক্ষক-শিক্ষার্থী এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গণ বিশ্ববিদ্যালয় ইউজিসি’র বিরুদ্ধে প্রথম মামলায় হেরে যায়। বিবিএ’র অনুমোদনের জন্য পরে নতুন মামলা করে গণ বিশ্ববিদ্যালয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ মে) এ মামলার রায় আসতে পারে।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এএটি/এএসআর